সমকালীন প্রতিবেদন : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হল ভাই। রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার যশুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রনজিৎ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গেছে, যশুর এলাকার স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ ও রনজিৎ ঘোষদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। পারিবারিক এই বিবাদ মেটাতে একাধিকবার গ্রামে বৈঠক থেকে শুরু করে থানারও দ্বারস্থ হয়েছেন দুই পরিবার। কিন্তু কাজের কাজ কিছু হয় নি।
রবিবার সন্ধেয় ফের একবার অশান্তি চরমে ওঠে। প্রথমে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর অভিজিৎ ঘোষ অস্ত্র দিয়ে আঘাত করে রনজিৎ ঘোষ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রনজিৎ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিজিৎ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন