Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

রক্তের সংকট কাটাতে রক্তদান সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের

 

Blood-donation-to-journalists-cultural-activists

শম্পা গুপ্ত : গরম পরতেই রক্তের সংকট দেখা দিয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে। আর সেই রক্ত সংকট দূর করতে এগিয়ে এলেন সাংবাদিকদের সংগঠন পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব এবং জেলার সাংস্কৃতিক সংগঠন 'অনুরাগ'‌। এই উপলক্ষে পুরুলিয়া শহরের ভানাস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। 

প্রদীপ জ্বেলে শিবিরের উদ্বোধন করেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ও অনুরাগ এর সম্পাদক দেবলীনা অধিকারী। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় জার্নালিস্ট ক্লাবের সম্পাদক দীপেন গুপ্ত, সহ সম্পাদক বুদ্ধদেব পাত্র কে। 

বর্তমানে পুরুলিয়ায় প্রতিদিনই রক্তের চাহিদা বাড়ছে। আর এই প্রবল দাবদাহে তেমন শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই রক্ত দিতে এগিয়ে এলেন পুরুলিয়ার জার্নালিস্ট ক্লাব, অনুরাগের সদস্যরা। এদিন অনুরাগের মহিলা সদস্যরা প্রথম রক্তদানে এগিয়ে আসেন। প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন