Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

জুট কর্পোরেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ‌ বিজেপি সাংসদের আন্দোলনের ডাক

 

BJP-MP-call-for-movement

সৌদীপ ভট্টাচার্য : ‌কেন্দ্রের জুট কমিশনারের বিরুদ্ধে অসততার অভিযোগ তুলে পাট চাষি এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই শিল্পকে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের ৪ মুখ্যমন্ত্রীর কাছে এব্যাপারে সহযোগিতা চাইছেন অর্জুনবাবু।

সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, প্ল্যাস্টিক শিল্পকে সুবিধা করে দিতে জুট কর্পোরেশনের উচ্চ পদস্থ আধিকারিকেরা পরিকল্পিতভাবে পাট শিল্পকে ক্ষতি করার জন্য উঠেপ‌ড়ে লেগেছেন। এব্যাপারে তিনি দেশের সমস্ত দলের ট্রেড ইউনিয়নগুলিকে আহ্বান করেছেন, এই অসাধু চক্রের বিরুদ্ধে যৌথভাবে সরব হতে। 

বিষয়টি লোকসভায় উত্থাপন করার পাশাপাশি এব্যাপারে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অর্জুন সিং। এব্যাপারে কেন্দ্র সরকার অবিলম্বে হস্তক্ষেপ না করলে রাজ্যের আরও পাটের কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন অর্জুন সিং। আর তাই পাট শিল্পকে বাঁচাতে তিনি জোরদার আন্দোলনে নামবেন বলে জানান।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন