Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে হুমকির অভিযোগ

Alleged-threat-to-son-of-slain-Congress-councilor

শম্পা গুপ্ত : নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। এব্যাপারে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় আতঙ্কিত তপন কান্দুর পরিবার। অভিযোগের তীর ভীম তেওয়াড়ি নামে এক প্রতিবেশীর দিকে। যদিও গোটা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। রাজ্য পুলিশের বদলে এই খুনের তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু তাঁর স্বামীর হত্যাকান্ডের সঙ্গে প্রতিবেশী ভীম তেওয়াড়ি জড়িত বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছেন। 

এদিকে, তপন কান্দুর ছেলে দেব কান্দুর অভিযোগ, শনিবার বিশেষ কাজে বাজারে যাবার পথে তাঁর পথ আটকায় তাঁদের প্রতিবেশী ভীম তেওয়াড়ি। ওই ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে পরিনতি তাঁর বাবার মতো হবে। এরপর থেকে তাঁরা আতঙ্কের মধ্যে আছেন বলে জানান দেব কান্দু। 

এদিন পূর্ণিমা কান্দু জানান, পরিবারের নিরাপত্তা নিয়ে তাঁরা প্রচণ্ড চিন্তায় রয়েছেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে ভীম তেওয়াড়ি বলেন, বাজারের মধ্যে হুমকি দিলে আরও অনেকেই তো জানতে পারতো। এমন কোনও হুমকি দেওয়ার ঘটনাই ঘটে নি। উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন