সৌদীপ ভট্টাচার্য : ভরদুপুরে আগুনে ভষ্মিভূত হয়ে গেল ৪ টি দোকান। দমকল বাহিনীর প্রচেষ্টায় অল্পের উপর ক্ষতি হয়েছে আরও কয়েকটি দোকানের। যদিও কোনও মানুষের আহত হবার ঘটনা ঘটে নি। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বনগাঁ–শিয়ালদা রেল শাখার বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২ টা নাগাদ হঠাৎ করেন প্রচন্ড জোরে কিছু ফাঁটার শব্দ পান এলাকার মানুষেরা। তার কিছুক্ষণ পরেই তাঁরা লক্ষ্য করেন একটি দোকান থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পরে।
আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ প্রথমে নিজেরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায় ৪ টি দোকান। পাশাপাশি, কিছুটা করে ক্ষতিগ্রস্থ হয় আরও কয়েকটি দোকান।
দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে। তবে কিভাবে এই আগুন লাগলো, তা এখনও জানা যায় নি। ঘটনার সময় প্রচন্ড জোরে কিছু ফেটে যাওয়ার শব্দ হওয়ায় স্থানীয়দের ধারনা, গ্যাস সিলিন্ডার ফেঁটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন