সমকালীন প্রতিবেদন : চুরি করতে এসে সুপার মার্কেট তেকে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারের আগে ওই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দু জন ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হাবড়া সুপার মার্কেটে।
জানা গেছে, হাবরায় যা সুপার মার্কেটের যেখানে পাইকারি বাজার বসে, সেখানে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার গভীর রাতে সুপার মার্কেটের ভেতরে তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন সেখানকার ব্যবসায়ীরা।
তাদের সঙ্গে কথা বলতে যেতেই বোঝা যায়, তারা নেশাগ্রস্থ ছিল। মার্কেটের ভেতরে এতো রাতে তারা কি করছে জানতে চাইতেই ওই ব্যবসায়ীদের উপর চড়াও হয় ৩ দুষ্কতী। তাদের হাতে আক্রান্ত হন দুই ব্যবসায়ী। মার্কেটের দুই নৈশ প্রহরী তখন ছুটে এসে এক দুষ্কৃতীর কাছ থেকে একটি নতুন পোষাক উদ্ধার করেন।
বেগতিক দেখে এক দুষ্কৃতী পালিয়ে গেলেও দুজনকে আটক করে হাবড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি আরও একজনকে পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন দুষ্কৃতীর নাম উজ্জ্বল তাঁতি, দীপ তাঁতি এবং অজিত মালি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন