সমকালীন প্রতিবেদন : রামনবমী উপলক্ষ্যে রবিবার সকাল থেকে ভক্তদের ঢল নামলো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে। শতাধিক বছরের পুরনো প্রথা মেনে এদিন মাতৃরূপে কুমারী পুজোর আয়োজন করা হয়। এদিন ২ হাজার কুমারীকে পুজো করার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ।
কথিত আছে, অন্নদা ঠাকুরকে মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে, আদ্যাপীঠে মাতৃরূপে তিনি পুজো নেবেন। তারপর থেকে এখানে মায়ের পুজোর প্রচলন হয়। এর পাশাপাশি, ২৮ জন কুমারীকে নিয়ে প্রথম এই মন্দিরে কুমারী পুজোর প্রচলন হয়। সেই সংখ্যা বাড়তে বাড়তে এবারে ২ হাজার কুমারীকে পুজো করার আয়োজন করা হয়েছে।
আদ্যাপীঠ মন্দিরের প্রধান কর্তা ব্রহ্মচারী মুরালভাই জানান, '১০৮ বছর ধরে এই কুমারী পুজোর প্রচলন হয়ে আসছে। মাতৃজাতিকে জাগ্রত করতেই এই কুমারী পুজোর প্রচলন।' কুমারী পুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকে গোটা দিন দূর–দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে উপস্থিত হন। মন্দিরে আগত ভক্তরা এদিন মাতৃরূপে সজ্জিতা কুমারীদের ফুল, মিষ্টি দিয়ে পুজো করে, প্রনামী দিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন