Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ মার্চ, ২০২২

‌গোবরডাঙা পুরসভা গঠন করতে চলেছে তৃণমূল

Trinamool-is-going-to-form-Gobardanga-municipality

সমকালীন প্রতিবেদন : ‌উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শঙ্কর দত্ত ১৭৫৪ ভোটে জয়ী হলেন। তাঁর দাবি অনুযায়ী এই পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৫ টি তৃণমূল, ১ টি সিপিএম এবং ১ টিতে নির্দল প্রার্থী জয়ী হতে চলেছেন। অর্থাৎ গোবরডাঙা পুরসভা গঠন করতে চলেছে তৃণমূল।


এই জয় গোবরডাঙার মানুষকে উৎসর্গ করে শঙ্কর দত্ত জানান, মমতা ব্যানার্জীর উন্নয়নের ফল এটি। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ। গোবরডাঙার এলাকার মানুষের জন্য আরও উন্নয়নের কাজ করতে হবে বলে জানালেন তিনি।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন