সমকালীন প্রতিবেদন : কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারলো রাস্তার ধারের একটি আমগাছে। তার আগে রাস্তার ধারের একটি লেদ কারখানায় ধাক্কা মারে। সেই কারখানার সামনে খারাপ হয়ে যাওয়া একটি ইঞ্জিন ভ্যানেও ধাক্কা মারে ওই ট্রাকটি।
এই ঘটনায় নাজমুল মন্ডল এবং রাজীব মন্ডল নামে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়।
জানা গেছে, এদিন দুপুরে মগরা থেকে বসিরহাটের দিকে যাচ্ছিলো একটি কাঠ বোঝাই ৪০৭ মিনি ট্রাক। বাদুড়িয়ার বাগজেলা পেট্রোল পাম্পের সামনে আসার পর সেই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।
আচমকা বিকট আওয়াজে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই জখমদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন