সমকালীন প্রতিবেদন : চুরির ঘটনায় প্রথমে ধরা পরে দুই চোর। আদালতে তাদেরকে তোলার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। পাশাপাশি দুই চোরকে ফের আদালতে তোলা হল।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানীর মাগুরাকোনা গ্রামে পর পর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার তদন্তে নেমে ২৩ এবং ২৫ ফেব্রুয়ারী বাগদার কনিয়াড়া গ্রাম থেকে পার্থ দাস এবং শুভ মন্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করে।
নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে। পুলিশ তাদের কাছ থেকে আরও জানতে পারে যে, কনিয়াড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে চুরি যাওয়া সামগ্রী তারা লুকিয়ে রেখেছে। সোমবার রাতে সেই বাড়িতে হানা দিয়ে পুলিশ সেখান থেকে টিভি, থালা, গ্লাস, কলসি উদ্ধার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন