Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৩ মার্চ, ২০২২

অনাস্থা প্রস্তাব পাশ, অপসারিত প্রধান

 ‌

No-confidence-motion-passed

সমকালীন প্রতিবেদন : ‌অনাস্থা প্রস্তাব আনা হল উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতে। এই অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়ায় আজ ভোটাভুটি ছিল। অধিকাংশ সদস্যই প্রধানের বিরুদ্ধে ভোট দান পরায় অপসারিত হলেন প্রধান।

জানা গেছে, কিছুদিন আগে এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবে সই করেন ২২ জন পঞ্চায়েত সদস্য। পরে সেই প্রস্তাব বিডিওর কাছে জমা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটির আয়োজন করা হয়।

আজ সেই ভোটাভুটির প্রক্রিয়া ছিল। সেখানে কুমড়া গ্রাম পঞ্চায়েতের ২৯ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত থাকা ২৪ জন সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট দান করেন। ফলে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। অপসারিত হলেন প্রধান। 


ভোট প্রক্রিয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনাস্থা প্রস্তাব আনা সদস্যরা জানান, প্রধানের বিরুদ্ধে তাঁদের একাধিক অভিযোগ ছিল। প্রধানের অপসারণে খুশি পঞ্চায়েত সদস্যরা। তাঁরা মনে করছেন, নতুন প্রধানের নেতৃত্বে এবার কুমড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সাধারণ নাগরিকরা সবরকম সরকারি পরিষেবা ঠিকমতো পাবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন