সৌদীপ ভট্টাচার্য : হাসপাতালে চিকিৎসারত রোগীর বেড থেকে রাতে মোবাইল চুরি হয়ে গেল। সরকারি হাসপাতাল থেকে এইভাবে মোবাইল চুরির ঘটনায় হতবাক্ রোগীর আত্মীয়। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের এই ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, কাঁকিনাড়া মাদ্রাল এলাকার বাসিন্দা সুকান্ত দাসের অভিযোগ, সোমবার সকালে জ্বর, সর্দি, কাশির সমস্যা নিয়ে তিনি তাঁর মেয়েকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। ওই শিশুকন্যার সঙ্গে তার মাও ছিলেন। মঙ্গলবার ভোরে শিশুর মা ঘুম থেকে উঠে দেখেন হাসপাতালের বেড থেকে তাঁর দামি মোবাইলটি উধাও।
সুকান্ত দাস জানান, এব্যাপারে হাসপাতালের ওই ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসা করা হলে, তারা বলেন, রাতে ওয়ার্ডের দরজা বন্ধ থাকে। জানালা দিয়ে হয়তো হাত বাড়িয়ে বাইরে থেকে কেউ মোবাইটি চুরি করে নিয়েছে। কিন্তু এই যুক্তি মানতে নারাজ রোগীর বাড়ির লোকেরা। এই বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন