Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

IAS : ভারতে আইএএস পরীক্ষায় পাশের হার মাত্র ০.০১ শতাংশ

In-India-the-pass-rate-in-IAS-exams-is-only-0.01-percent

দেবাশীষ গোস্বামী : ‌বলা হয়ে থাকে IAS বা Indian administrative service রা যেকোনও সরকারের মূল স্তম্ভ। ‌সেটি কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে বিভিন্ন স্তরে পরীক্ষা নিয়ে আইএএস দের নির্বাচন করে। প্রতিবছর ভারতবর্ষে বহু ছেলেমেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। কিন্তু কমবেশি ১৮০ জনের মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় পাশ করে থাকেন। 

এই পরীক্ষায় পাশের হার মাত্র ০.০১ শতাংশ। আজ কেন্দ্রীয় সরকার লোকসভায় তথ্য দিয়ে জানিয়েছে যে, সারা ভারতে মোট ৬৭৪৬ টি আইএএসের অনুমোদিত পদ আছে। তারমধ্যে ১ জানুয়ারি ২০২১ তথ্য অনুযায়ী ১৫১৫ টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আইএএসদের শূন্য পদের সংখ্যা ১০৪। 

পশ্চিমবঙ্গের অনুমোদিত আইএএস এর পদের সংখ্যা ৩৭৮ জন। কিন্তু আছেন ২৯৮ জন অর্থাৎ শূন্যপদের সংখ্যা ৮০ জন। শতকরা হিসেবে সবচেয়ে বেশি পদ খালি আছে জম্মু ও কাশ্মীরে। সেখানে শূন্যপদের সংখ্যা ৭৮, যা মোট পদের ৫৭ শতাংশ। এরপর সবচেয়ে বেশি শূন্যপদ আছে ত্রিপুরায়। শূন্যপদের সংখ্যা ৬১। যা মোট পদের ৫০ শতাংশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন