শম্পা গুপ্ত : হাসপাতালের অপারেশন থিয়েটারে হঠাৎ করেই আগুন লাগলো। বৃহস্পতিবার সন্ধেয় এই আগুন লাগার ঘটনা ঘটলো পুরুলিয়া সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও দমকলের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্বে আসে। যদিও এই ঘটনায় কোনও মানুষের ক্ষতি হয় নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ এক রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই কালো ধোঁয়া বার হতে দেখা যায় অপারেশন থিয়েটারের ভেতর থেকে। এরপরই সেখানে আগুন জ্বলতে শুরু করে। হাসপাতালের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।
হাসপাতালের উল্টো দিকেই দমকল বিভাগে দপ্তর থাকায় সেখান থেকে দ্রুত দমকল কর্মীরা হাসপাতালে এসে আগুন নিভিয়ে ফেলেন। এব্যাপারে হাসপাতালের সুপার সুকোমল বিষয়ী জানিয়েছেন, অগ্নিকান্ডে অপারেশন থিয়েটারের কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত জরুরী প্রয়োজনে হাসপাতালের অন্য একটি অপারেশন থিয়েটারকে কাজে লাগানো হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন