সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ৩৫ আসন বিশিষ্ট বারাসত পুরসভায় তৃণমূল পেল ৩০ টি। অন্যদিকে বামেরা পেয়েছে ৩ টি এবং নির্দল পেয়েছে ২ টি আসন।
বারাসত পুরসভার যে আসনগুলি বামেদের দখলে এসেছে, সেগুলি হল— ১২, ২৭ এবং ৩১ নম্বর ওয়ার্ড। নির্দলের দখলে গেছে ১৮ এবং ২৮ নম্বর ওয়ার্ড। আর বাকিগুলি সব তৃণমূলের দখলে। এরমধ্যে উল্লেখযোগ্য তৃণমূলের দুই চিকিৎসক প্রার্থীর জয়। তাঁরা হলেন ১৩ নম্বর ওয়ার্ডের ডা: সুমিতকুমার সাহা এবং ২১ নম্বর ওয়ার্ডের ডা: বিবর্তন সাহা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন