সমকালীন প্রতিবেদন : পচনশীল পন্যের নাম করে জিন্স এর কাপড় বাংলাদেশে রপ্তানী করার চেষ্টা ব্যর্থ করলেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে ভিন রাজ্য থেকে আনা এমন ৭ টি কন্টেইনার আটক করলেন তাঁরা। বনগাঁর বিএসএফ ক্যাম্পের মোড়ে ট্রাকগুলিকে আটক করে রাখেন তাঁরা।
বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি খোকন পালের অভিযোগ, 'আগে পার্কিং ব্যবস্থায় কোর কমিটি ছিল। সম্প্রতি পার্কিং এর দায়িত্ব নেয় রাজ্য পরিবহন দপ্তর। ফলে সেই কোর কমিটির আর কোনও অস্তিত্ব নেই। আর তারপর থেকেই অনিয়ম শুরু হয়েছে।'
খোকন পালের অভিযোগ, 'পচনশীল দ্রব্যের ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে সেই ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর সেই নিয়মকে অবৈধভাবে ব্যবহার করে পচনশীল দ্রব্যের নামে অন্য পন্যবোঝাই ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে। এরজন্য ট্রাক পিছু ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে সরকারি কর্মচারীদের একাংশ জড়িত।'
জানা গেছে, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রান্তে কিছু লজিস্টিক কোম্পানি এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ৭২ ঘন্টার মধ্যে পন্য বাংলাদেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে অবৈধ উপায়ে এই কারবার চালাচ্ছে। অনেক ক্ষেত্রে ট্রাকে একাধিক নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে। এদিন এমন ৭ টি ট্রাক আটক করেছেন ব্যবসায়ীরা। তার আগেই অবশ্য এদিন সকালে আরও ৫৬ টি ট্রাক সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যারমধ্যে এমন অসাধু চক্রের ট্রাকও রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন