সমকালীন প্রতিবেদন : পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা করা হল। আর তারই প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করলেন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার এই অবরোধ হয় উত্তর ২৪ পরগনার হাবড়া–গোবরডাঙা সড়কের প্রতাপনগর এলাকায়।
জানা গেছে, বুধবার রাত পৌনে ১২ টা নাগাদ বেড়গুম ২ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি কল্যাণব্রত দত্ত এলাকার একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর বাইক থামিয়ে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বেশ কয়েকবার আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে এবং পরে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধে নামেন এলাকার তৃণমূল নেতা, কর্মীরা। তাঁরা দাবি করেন, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন