সৌদীপ ভট্টাচার্য : রামপুরহাট কান্ডের জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলছে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ ৪ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এদিন রাতে হাদিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলাহাট এলাকা থেকে সুকচাঁদ মোল্লা, সোলাপুকুর বাজার থেকে ফজলু মন্ডল, কালিতলা বাজার থেকে আলাউদ্দিন জমাদার এবং নাসির উদ্দিন মন্ডল নামে মোট ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, সুকচাঁদ মোল্লার বাড়ি হাড়োয়া রোড স্টেশন পাড়াতে। বাকিদের মধ্যে ফজলু মন্ডলের বাড়ি সোলাপুকুর, আলাউদ্দিন জমাদার বেড়াচাঁপা এবং নাসির উদ্দিন মন্ডল দেওয়ানআটিতে বাড়ি। ধৃতদের কাছ থেকে একটি করে ওয়ান শর্টার এবং মোট চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন