শম্পা গুপ্ত : অবৈধভাবে বালি পাচারের অভিযোগে আটক করা হল ট্রাক্টর। পরপর দু'দিন পুরুলিয়ার দুটি থানা এলাকায় পাচারের ঘটনার বিরুদ্ধে অভিযান চালানো হয়। আর তাতেই মোট ৩ টি ট্রাক্টর আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
পুলিশের চোখে ধুলো দিয়ে দামোদর নদী থেকে বালি চুরি করে অবৈধভাবে তা পাচার করার চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। তারই বিরুদ্ধে সোমবার সন্ধেয় অভিযান চালায় পুলিশ। এদিন চিনাকুড়ী ঘাটের কাছে নিতুরিয়া থানার পুলিশ তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে।
পুলিশ বালি নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু ট্রাক্টরের চালকেরা বালি পরিবহনের কোনও কাগজপত্র দেখাতে পারে নি। এরপরই পুলিশ ট্রাক্টর ৩ টি কে আটক করে। ১০০ সিএফটি করে তিনটি ট্রাক্টরে থাকা মোট ৩০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে ট্রাক্টরের ৩ জন চালককেও গ্রেপ্তার করা হয়।
এর পাশাপাশি, সোমবার সন্ধেয় একইভাবে অবৈধভাবে বালি পাচার করার সময় এমন আরও একটি ট্রাক্টর আটক করে সাঁতুড়ি থানার পুলিশ। এদিন সাঁতুড়ি থানার মোহনপুর এলাকায় পুলিশ একটি বালি বোঝাই ট্রাক্টর দেখতে পেয়ে দাঁড় করায়। পুলিশ দেখে ওই চালক ট্রাক্টরের চালক বালি বোঝাই ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পুলিশ ওই ট্রাক্টর থেকে ১০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়। ট্রাক্টরটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন