সমকালীন প্রতিবেদন : চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাগদার রনঘাট সীমান্ত দিয়ে দালালের হাত ধরে চোরা পথে ভারতে প্রবেশ করছিল একদল বাংলাদেশি। এই সময় সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানেরা তাদের আটক করে।
আটক ১৬ জন বাংলাদেশির মধ্যে ২ জন শিশু সহ বেশ কয়েকজন মহিলা রয়েছে। কাজের সন্ধানে তারা দালালের মাধ্যমে চোরা পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রে জানা গেছে। পরে ধৃতদের বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন