Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ মার্চ, ২০২২

অ্যাডমিট না আসায় পরীক্ষা দিতে পারলো না ১৩ জন পরীক্ষার্থী

 

13-candidates-could-not-take-the-exam-due-to-non-admission

সৌদীপ ভট্টাচার্য : ‌অ্যাডমিট কার্ড না আসায় পরীক্ষা দিতে পারলো না ১৩ জন মাধ্যমিক পরীক্ষার্থী। আর এই ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা স্কুলের গেটে বিক্ষোভ দেখালেন। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলে।


আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসে নি। তা সত্ত্বেও এদিন তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেয়। তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় শেষ পর্যন্ত তারা আর পরীক্ষা দিতে পারে নি। এরপরই তারা স্কুলের সামনে বিক্ষোভ দেয়ান। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।


এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষকের উপর দায় চাপিয়েছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতিতেই তাদের ছেলেদের অ্যাডমিট কার্ড আসে নি। আর তার কারণেই তারা পরীক্ষায় বসতে পারলো না। স্কুলের গাফিলতিতে এই ১৩ জন ছাত্রী একটি বছর নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা। 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন