সমকালীন প্রতিবেদন : ঢাক–ঢোল সহযোগে রঙিন মিছিলে সেজে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁর তৃণমূল প্রার্থীরা। এদিন, দুপুরে পুরসভার ২২ টি ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীরা দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে হাজির হন।
এদিন পুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর সেই দিনটিকেই বেছে নেন তৃণমূল প্রার্থীরা। আর সেই অনুযায়ী এদিন তাঁরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরাণী সরকার।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে গোপাল শেঠ জানান, 'বনগাঁর মানুষ তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমে গেছে। বিরোধী বলে কিছু নেই এখানে একটাই ছবি মমতা ব্যানার্জী। তাঁর উন্নয়নে সামিল হয়েছেন আম জনতা। আমরা উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করে নিয়েছি।'
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরাণী সরকার জানান, 'বড় দলে ছোটখাটো ক্ষোভ–বিক্ষোভ থাকে। সেসব মিটে যাবে। কোনও তৃণমূল কর্মী যদি নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন