শম্পা গুপ্ত : 'মানুষের জীবনে কন্যাদান আর ভোটের সময় নিজের মতদান– এই দুটি দানই গুরুত্বপূর্ণ। তাই ভোটদানের আগে ভাববেন, আপনার মূল্যবান ভোটটি কাকে দিচ্ছেন।' বুধবার পুরসভার ভোটপ্রচারে পুরুলিয়ার রঘুনাথপুরে এসে একথা বললেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীও।
এদিন রঘুনাথপুরের নেতাজী ক্লাব ময়দানে প্রথম সভা হয়। সেখানে ৮ টি ওয়ার্ডের তৃনমুল সমর্থিত প্রার্থীদের সমর্থনে এই সভা হয়। নন্দুয়াড়ার পাথরপুকুর এলাকায় ৫ টি ওয়ার্ডের তৃনমুল প্রার্থীদের সমর্থনে দ্বিতীয় সভাটি হয়। এরপর ঝালদা এবং পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডেও তৃণমূল প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী।
তিনি আশাপ্রকাশ করে বলেন, 'রাজ্যের ৩ টি পুরসভাতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। বাকী ১০৫ টিতেও আমরা জিতব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৭১টি প্রকল্প সাধারন মানুষের জন্য চালু করেছেন। তার ফলে প্রতি পরিবারের কেউ না কেউ এর সুফল পাচ্ছেন। অন্যদিকে, ভোটের সময়ই কিছু রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়। বাকী সময় তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন