শম্পা গুপ্ত : তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই। অথচ তৃণমূল প্রার্থী হিসেবে পুর নির্বাচনে মনোনয়নপত্র জমা করলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। অন্যদিকে, দলের প্রার্থী তালিকায় নাম না থাকা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের দুবারের কাউন্সিলর। পুরুলিয়া পুরসভা এলাকার এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে এবারের পুরসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তাতে পুরুলিয়া পুরসভার ক্ষেত্রে নাম নেই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকারের। তারপরেও তিনি মঙ্গলবার পুরুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন। এব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, 'দলের রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বের ভরসায় মনোনয়ন জমা দিলাম। আশা করছি তালিকার পরিবর্তন ঘটে আমার নাম আসবে।'
অন্যদিকে, তৃণমূলের প্রার্থী হতে না পেরে নির্দল হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র জমা করলেন পুরুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২ বারের তৃণমূল কাউন্সিলর তথা প্রশাসকমন্ডলীর সদস্য দেবাশীষ চ্যাটার্জ্জী। তিনি জানান, 'কোনও কারণে দল আমাকে টিকিট দেয় নি। কিন্তু এলাকার মানুষ চাইছেন আমি নির্বাচনে লড়াই করি। তাই এলাকার মানুষের দাবি মেনে নির্দল হিসেবে লড়াই করবো। আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন