Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

 

The-young-man-was-shot-in-broad-daylight

শম্পা গুপ্ত : ‌প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। মুখ ঢাকা দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতে গেলে তার পেটে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্তায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।


শনিবার ভর দুপুরে এই ঘটনা ঘটে পুরুলিয়া মফস্বল থানা এলাকায়। দিনে দুপিরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, বছর ৩০ বয়সের আক্রান্ত যুবকের নাম সেক আসিরুদ্দি। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে।

জানা গেছে, শনিবার দুপুরে হাট থেকে বাড়ি ফিরছিলেন আসিরুদ্দি। পুরুলিয়া মফঃস্বল থানার পাতলোই ব্রীজের উপর আসার পর মুখ ঢাকা কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী মোটর বাইকে করে এসে প্রথমে তাঁর পথ আটকায়। এরপর তার কাছে থাকা টাকা চায়। 


টাকা দিতে না চাওয়ায় এরপরই দুষ্কৃতীরা তাঁর পেটে গুলি চালায়। তাঁর চিৎকারে এলাকার লোক ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় আসিরুদ্দিকে প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর আঘাত গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন