শম্পা গুপ্ত : ডাম্ফারের চাকায় পিষ্ট হয়ে কারখানার ভেতরে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম রাজেশ বাউরি (৪৪)। তাঁর বাড়ি আদ্রা থানার কালিকেন্দ গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরুলিয়ার নিতুরিয়ার শাকাম্ভরী ইস্পাত ও পাওয়ার লিমিটেড কারখানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিক দৈনিক ২৩৫ টাকার মুজুরিতে ওই কারখানার পিগ আয়রন ডিভিশনে কোল হুপারে কাজ করতেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা কারখানায় পৌঁছান। নিতুরিয়া পুলিশ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মৃতের পরিবারের সদস্য এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে মৃতের পরিবারকে ক্ষতিপূরন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। চার ঘণ্টা ধরে এই বৈঠক হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক পূর্নচন্দ্র বাউরি জানান, রাজেশ বাউরি নামে ওই শ্রমিক শুক্রবার সকালে কর্মরত অবস্থায় কারখানার ভেতরেই ডাম্ফারের চাকায় পিষ্ট হয়ে মারা যান। তাঁর মৃত্যুরে অসহায় হয়ে পরেছে তাঁর পরিবার। তাদের কথা চিন্তা করে ক্ষতিপূরন দেওয়ার কথা বলা হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে কর্তৃপক্ষ আর্থিক সাহায্য দেবার ব্যাপারে সম্মতি জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন