শম্পা গুপ্ত : মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হতেই পুরোদমে প্রচারের কাজ শুরু করে দিলেন পুরুলিয়া পুরসভার তৃণমূল প্রার্থীরা। তৃণমূল প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে, দলীয় কর্মীরা দেওয়াল লিখনের কাজ, ছোট ছোট ঘরোয়া বৈঠকের মাধ্যমে প্রচারের কাজ করছেন।
এরইমধ্যে বৃহস্পতিবার রাতে পুরুলিয়া পুরসভার ৬, ১০ এবং ২৩ নম্বর ওয়ার্ডে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। দলের জেলা সভাপতি জানান, প্রতিটি ওয়ার্ডে স্থানীয় নেতাদের ভোটপ্রচারে নেমে পড়তে বলা হয়েছে।
এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা বোঝাচ্ছেন, তৃণমূল সরকার তাঁদের কাছে, তাঁদের পাশে কিভাবে রয়েছেন। যেকোনও প্রয়োজনে তৃণমূল পাশে আছে, ভোটারদের কাছে এমনই আবেদন রাখছেন প্রার্থী থেকে শুরু করে দলীয় নেতা, কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন