শম্পা গুপ্ত : সোস্যাল মিডিয়ার দৌলতে 'কাঁচা বাদাম' শব্দটি অন্য মাত্রা পেয়েছে। বিখ্যাত হয়েছেন এই শব্দজোড়াকে কেন্দ্র করে গান বাঁধা গ্রামীন ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। আর সেই কাঁচা বাদামকেই থিম করে সরস্বতী প্রতিমা তৈরি হল পুরুলিয়ার নিতুরিয়া থানার সরবড়ি।
করোনার তৃতীয় ঢেউয়ে দিন কয়েক আগেও সরকারি বিধিনিষেধে চিন্তিত ছিলেন প্রতিমা শিল্পী থেকে শুরু করে সরস্বতী পুজোর উদ্যোক্তারা। স্কুল বন্ধ ছিল। এই অবস্থায় সরস্বতী প্রতিমা কটাইবা বিক্রি হবে, সেই চিন্তায় খুব বেশি প্রতিমা এবার তৈরি করেন নি পুরুলিয়ার সাঁতুড়ির বৃন্দাবনপুর গ্রামের মৃৎশিল্পী বাসুদেব সূত্রধর।
সাতসতেরো ভেবে হঠাৎ তাঁর মাথায় আসে কাঁচা বাদামের কথা। বাসুদেব ভাবেন, যদি কাঁচা বাদাম দিয়ে প্রতিমা তৈরি করা যায়, তাহলে হয়তো তার চাহিদা হবে, কিছু টাকাও কোজগার হবে। বাস্তবে হলোও তাই। অভিনব এই প্রতিমা দেখে একবারে পছন্দ করে সাড়ে তিন হাজার টাকায় কিনে নিয়ে গেলেন অর্থ সূত্রধর নামে এক ক্রেতা। এমন সাড়া মেলায় মনে মনে ভুবন বাদ্যকরকে ধন্যবাদ জানালেন মৃৎশিল্পী বাসুদেব সূত্রধর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন