Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বনগাঁয় ‌নির্দলে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

 

The-former-Trinamool-councilor-submitted-nomination-to-the-party

সমকালীন প্রতিবেদন : ‌টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কবিতা বালা। এই ঘটনায় তৃণমূলের আভ্যন্তরিন কোন্দল প্রকাশ্যে চলে এলো। এব্যাপারে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কটাক্ষ, 'শুধু একটি নয়, বনগাঁয় তৃণমূলের যা গোষ্ঠীকোন্দল আমার ধারণা বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডেই নিঅর্দল প্রার্থী হিসেবে তৃণমূলের বিক্ষুব্ধরা মনোনয়ন জমা দেবেন।'‌


বনগাঁ পুরসভা নির্বাচনে এবারে অনেক বর্তমান কাউন্সিলরই টিকিট পান নি। আর তাই নিয়ে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিকিট না পাওয়া এই তালিকায় বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কবিতা বালাও রয়েছেন। মঙ্গলবার তিনি তাঁর অনুগামীদের নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।


এব্যাপারে এদিন কবিতা বালা জানান, '২২ বছর ধরে তৃণমূল করছি। ২০০৫ সালে আমার স্বামী এই ওয়ার্ড থেকে জয়ী হযে পুরপ্রধান হয়েছিলেন। ২০১০ আমি দাঁড়িয়ে জয়ী হই। ২০১৫ সালে' ফের আমার স্বামী দাঁড়িয়ে জয়ী হন। দলের অসময়েও আমরা দল ছেড়ে যাই নি। এবারে নেতারা বার বার আশ্বাস দিয়েছিলেন যে, আমার স্বামীকে প্রার্থী করা হবে। কিন্তু তালিকা প্রকাশের পর দেখলাম নাম নেই।'



আশ্বাস পেয়েও টিকিট না পেয়ে শেষ পর্যন্ত এলাকার কর্মীদের দাবি মেনে, তাঁদের চাহিদাকে মান্যতা দিতে কবিতা বালা এদিন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বলে জানান। তিনি বলেন, 'আমরা তৃণমূলেই আছি। তৃণমূলেই থাকবো। মন সবসময় মমতা ব্যানার্জীর সঙ্গে আছে। শুধু আমাদের সঙ্গে সঠিক বিচার না হওয়ায় অন্য প্রতীকে ভোটে দাঁড়ালাম।'‌‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন