Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

নির্দলদের সমর্থনকারী দলীয় কর্মীদের সাবধান করলেন সায়নী ঘোষ

 ‌

Saini-Ghosh-warned-the-party-workers-who-support-non-partisans

সমকালীন প্রতিবেদন :‌ বনগাঁয় ভোট প্রচারে এসে নির্দল প্রার্থী এবং নির্দলদের যারা গোপনে সমর্থন করছেন, এমন তৃণমূল কর্মীদের সাবধান করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। 

বৃহস্পতিবার বনগাঁ,  হাবড়া এবং অশোকনগর এলাকায় দলের প্রার্থীদের হয়ে পথসভা করেন সায়নী। সেখানে প্রার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তব্যের মাঝে গানের মাধ্যমে ছড়া কেটে মানুষের মন জয় করেন তিনি। 


এদিন বনগাঁর মতিগঞ্জের পথসভায় তিনি বলেন, 'যারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে নির্দল প্রার্থীদের সমর্থন করছেন, যারা সকালে তৃণমূল আর বিকেলে বিজেপি করছেন, তাদের বিচার হবে। উপরে ভগবান আর নিচে মমতা ব্যানার্জী রয়েছেন।' 

তিনি বলেন, 'কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ভোট দিয়ে যেমন নিজের ভোটটি নষ্ট করবেন না, তেমনই নির্দল প্রার্থীকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ, ভোটে জিতে তারাই আবার কালীঘাটে গিয়ে তৃণমূলে ফেরার জন্য লাইন দেবে।'‌ 


বৃহস্পতিবার হাবড়ায় তৃণমূল প্রার্থী শ্যামলকান্তি দত্তর সমর্থনে পথসভায় সায়নী ঘোষ বলেন, 'সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। লোভীরা টিকিট না পেয়ে অন্য দলে বা নির্দলে দাড়াচ্ছেন। যে আপনার পাশে সবসময় থাকবে, ভোটটি তাঁকে দিন। তৃণমূল প্রার্থীরা ২৪ ঘন্টা মানুষের পাশে থাকেন।'

তিনি বলেন, 'মমতা ব্যানার্জীর ৬৮ টি প্রকল্পের কথা আলাদা করে আর মানুষকে বলতে হয় না। দুয়ারে সরকারের পর দলের জয়ী কাউন্সিলরদের অনুরোধ, আপনারা দুয়ারে কাউন্সিলর হয়ে উঠবেন।'‌  

এদিন অশোকনগরেও সভা করেন সায়নী ঘোষ। তারসঙ্গে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, তৃণমূল প্রার্থী জয়া দত্ত সহ অন্যান্যরা। 





             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন