Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নির্দেশ না মানলে কালই দল থেকে বহিষ্কার বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের

 ‌

Outraged-TMC-leaders-expelled-from-the-party-tomorrow

সমকালীন প্রতিবেদন : ‌বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের জন্য চুড়ান্ত সময়সীমা বেধে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দলীয় প্রার্থীদের হয়ে অত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রচারে এসে তিনি বলেন, আজ সন্ধের মধ্যে নির্দল হিসেবে দাঁড়ানো তৃণমূলের নেতারা তাদের প্রার্থীপদ থেকে সরে না দাঁড়ালে আগামীকাল তাদের দল থেকে বহিষ্কার করা হবে।


অশোকনগরের ১ এবং ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়া দত্ত এবং জুঁই তালুকদারের সমর্থনে শনিবারে প্রচারে আসেন পার্থ চট্টোপাধ্যায়। খোলা গাড়িতে করে অশোকনগরের বাইপাস রোড ধরে বনবনিয়া থেকে চৌমাথা পর্যন্ত প্রচার করেন তিনি। দুই প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নারায়ন গোস্বামী এবং অন্যান্যরা।


এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বার বার অনুরোধ করা হচ্ছে। কিন্তু তারপরেও দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে পরা তৃণমূল নেতারা প্রার্থীপদ থেকে সরছেন না। তাদেরকে আজ সন্ধে পর্যন্ত সময় দেওয়া হল। তারা যদি লিফলেট ছড়িয়ে প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিয়ে দলের প্রার্থীর হয়ে প্রচার করার কথা ঘোষনা না করেন, তাদেরকে রবিবার জেলার বৈঠকের শেষে দল থেকে বহিষ্কার করা হবে।'


এদিন তিনি আরও‌ বলেন, 'জয়া আমার দীর্ঘদিনের সহকর্মী। ওকে ছোটবেলা থেকে চিনি। ওই পাশাপাশি জুঁই, ধীমান, সমীর সহ দলের আর যারা যারা প্রার্থী হয়েছেন, তাদের প্রত্যেকের জয় কামনা করছি। আগাম অভিনন্দন জানাচ্ছি।'‌ বিজেপির রাজ্য সভাপতির উত্তেজনামূলক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, 'মিডিয়ার কাছে নম্বর পাওয়ার জন্য মাঝেমধ্যে এমন মন্তব্য করে।'‌


তিনি আশাপ্রকাশ করে বলেন, 'ইতিমধ্যেই রাজ্যের ৪ টি পুরনিগমের তৃণমূলের বড় জয় হয়েছে। তৃণমূল নেত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডে আশা করছি রাজ্যের ১০৮ টি পুরসভার সবকটিতেই জয় হবে তৃণমূলের। মমতা ব্যানার্জী ৩৬৫ দিন মানুষের পাশে থাকেন। তাই মানুষ তাঁর উপরেই আস্থা, ভরসা রাখেন।'‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন