শম্পা গুপ্ত : দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে জোর দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপূর বাগান, সুফল পল্লী সহ স্থানীয় বাই লেনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরছেন।
প্রচারে গিয়ে তিনি বলছেন, রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল প্রার্থীকে জয়ী করুন। প্রচারে তাঁর সঙ্গী হচ্ছেন জেলা পরিষদের শিক্ষা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, তৃণমূল নেতা অলোক চ্যাটার্জী, ধনঞ্জয় মাহাতো, সুশেন মাঝি সহ অন্যান্যরা। ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবিশংকর দাস কে নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে আবেদন করেন তারা যেন তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয় করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, রাজ্য সরকার যেভাবে এবং যে পরিমানে জনমুখি, উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, তাতে রাজ্যের প্রতিটি পরিবারের কেউ না কেউ উপকৃত। ফলে এই রাজ্যে তৃণমূলের বিকল্প আর কেউ নেই। তাই তৃণমূলের প্রার্থীদের মানুষ জেতাবেন। প্রচারে গিয়ে প্রতিটি এলাকাতেই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন