Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

BIO CNG : বায়ো সিএনজি তৈরির কারখানার উদ্বোধন

 

Inauguration-of-Bio-CNG-manufacturing-plant

দেবাশীষ গোস্বামী : ‌মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি গত কয়েক বছর ধরেই ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে একটি গোবর্ধন প্লান্টের সূচনা করলেন। এটি একটি বায়ো সিএনজি তৈরির কারখানা। 


জানা গেছে, এই কারখানায় শহরের জঞ্জাল থেকে সিএনজি গ্যাস এবং জৈব সার তৈরি হবে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় ধাপের সূচনা করেন। এতে সম্পদের অপচয় বন্ধ করে বৃত্তাকার অর্থনীতি এবং আবর্জনা মুক্ত ও দূষণমুক্ত শহরের কথা বলা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই এই গোবর্ধন প্লান্টটি তৈরি করা হয়েছে। 


এই প্লান্ট প্রতিদিন ৫৫০ টন জঞ্জাল থেকে ভিজে জৈবকে আলাদা করতে পারবে। তাছাড়াও, প্রতিদিন ১৭০০০ কেজি সিএনজি গ্যাস এবং ১০০ টন জৈব সার উৎপাদিত হবে। এখানে যত সিএনজি গ্যাস উৎপাদিত হবে, তার ৫০ শতাংশ ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশন কিনে নেবে। এর দ্বারা ইন্দোর শহরের ৪০০ সিটি বাস চলবে। ফলে ইন্দোর শহরকে অনেকটাই দূষণমুক্ত হতে সাহায্য করবে। বাকি উৎপাদিত ৫০ শতাংশ সিএনজি গ্যাস খোলাবাজারে বিক্রি করা হবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন