সমকালীন প্রতিবেদন : ফের রাজ্যে আরও এক দফা 'দুয়ারে সরকার' কর্মসূচির শিবির বসছে। রাজ্যে পুর নির্বাচনের আবহাওয়ার মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারী এই শিবির শুরু হচ্ছে রাজ্য জুড়ে। চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত। এর আগে রাজ্য সরকারের যেসব প্রকল্প নিয়ে দুয়ারে সরকারের শিবিরে আবেদন করা যেত, এবারেও সেই সুযোগ থাকছে।
গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ পুরসভাতেও এই শিবির বসছে। বনগাঁর মহকুমা শাসক তথা বনগাঁ পুরসভার এই মুহূর্তের প্রশাসক প্রেমবিভাস কাঁশারী জানান, 'বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা তারিখ এবং শিবিরের আয়োজন করা হয়েছে। এরজন একটি তালিকাও তৈরি করা হয়েছে।'
দুটি পর্যায়ে এই শিবির অনুষ্ঠিত হবে। দুটি করে ওয়ার্ড নিয়ে এক একটি শিবির অনুষ্ঠিত হবে। এই শিবির অনুষ্ঠিত করার জন্য এলাকার স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে। এব্যাপারে এলাকার মোট ১১ টি স্কুলকে বেছে নিয়ে ১১ টি শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
বনগাঁ পুরসভার কোন ওয়ার্ডে, কবে এবং কোথায় এই শিবির অনুষ্ঠিত হবে, তার তালিকা নিচে দেওয়া হল—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন