Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

দিনের টুকিটাকি : ‌১৫ ফেব্রুয়ারী, ২০২২

অ্যাম্বুলেন্স উদ্বোধন

মঙ্গলবার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং হৃদয়পুর নবসোপানের সহযোগিতায় বাদু এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হল। এই কর্মসূচির উদ্যোক্তা  সৌভিক ঘোষ জানান, বারাসত পুরসভার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত বাদু অঞ্চলের বাসিন্দাদের দিন রাত পরিষেবা দেওয়ার জন্যই ওই অ্যাম্বুলেন্স এদিন থেকে চালু করা হল। তিনি জানান, আপাতত অস্থায়ীভাবে এই পরিষেবা চালু হলেও খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে জায়গার ব্যবস্থা করে ন্যায্যমূল্যে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন পরিষেবা চালু করা হবে। 




নির্বাচনি  ‌বিধি ভঙ্গ

বুকে দলীয় পতাকা এবং গলায় দলের উত্তরীয় পরে ভোট প্রচারে বেরিয়ে একটি প্রাথমিক বিদ্যলয়ের ভেতরে ঢুকে নিজে হাতে ঘর স্যানিটাইজ করলেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের  তৃনমুল প্রাথী দেবজ্যোতি ঘোষ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ভাটপাড়া নাড়িশিক্ষা প্রাথমিক স্কুলে। আর তাতে নির্বাচনি বিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ, প্রধান শিক্ষকের সামনেই এদিন গলায় তেরঙ্গা উত্তরীয় ঝুলিয়ে বুকে জোড়া ফুলের চিহ্ন নিয়ে স্কুলের ঘর স্যানিটাইজ করলেন। এরপরে করজোড়ে স্কুলের অভিভাবকদের কাছে ভোটের আবেদন করতে থাকেন। এপ্রসঙ্গে দেবজ্যোতি ঘোষ জানান, 'মানবিকতার খাতিরে আমি স্কুলে স্যানিটাইজ করতে চলে এসেছি, সিম্বলটা খুলতে ভুলে গিয়েছিলাম। এটা ভুল হয়ে গেছে।'





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন