বিজেপি নেতা
রবিবার বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল সকাল থেকেই তাঁর ওয়ার্ডে প্রচার শুরু করেন। এবারেই প্রথম তিনি ভোটের ময়দানে লড়াইতে নেমেছেন। তাঁর অভিযোগ, 'এই ওয়ার্ডের তৃমমূল প্রার্থী কোনও কাজই করেন নি। মানুষের অনেক না পাওয়া রয়েছে। তাই মানুষ পরিবর্তন চাইছেন।' জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।
সেরা থানা
রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপা পেল উত্তর ২৪ পরগনার হাবড়া থানা। এই স্বীকৃতিতে খুশি হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার দলীয় কর্মসূচিতে হাবড়ায় এসে সাংবাদিকদের কাছে এই খুশি প্রকাশ করে বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর সহযোগিতায় হাবড়ায় বহু উন্নয়নের কাজ হয়েছে। আগামী দিনে আরও কাজ হবে। হাবড়া থানার নতুন ভবন তৈরি হয়েছে। এর পাশাপাশি কাজের নিরিখেও সেরার স্বীকৃতি পেল এই থানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন