মোবাইল ফেরত
বিভিন্ন সময় খোয়া যাওয়া ৩১ টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল বিশ্বাস, ডিএসপি দীপ্তেন্দ্র তামাং এর উপস্থিতিতে এই মোবাইলগুলি জেলা পুলিশের সদর কার্যালয় থেকে তুলে দেওয়া হয়। খোয়া যাওয়ার পর থানায় এব্যাপারে অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তাঁদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এই অ্যান্ডরয়েড ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। হারিয়ে যাওয়া ফোন ফেরত পেয়ে খুশি ফোনের মালিকেরা।
দুষ্কৃতী গ্রেপ্তার
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের নাম সাইদুর রহমান এবং নুর ইসলাম। সাইদুরের বাড়ি গুমা মথুরাপুর এলাকায় এবং নুরের বাড়ি গুমা চড়ুইপাড়া এলাকায়। শুক্রবার রাতে পুলিশ তাদেরকে হাবড়ার বালুইগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভোজালি এবং শাবল উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার বারাসত আদালতে পাঠানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন