গন্ধগকুল উদ্ধার
সাতসকালেই পাঁচটি গন্ধগকুল উদ্ধার হল বর্ধমান শহরের ইসলাবাদের বাসিন্দা অলোক পালের বাড়ি থেকে। বাড়ির মালিক এই প্রাণীগুলিকে দেখতে পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাস্থলে পৌঁছান সোসাইটির কর্মীরা। তারপর মা সহ চারটি গন্ধগকুলকে উদ্ধার করা হয়। সংস্থার কর্মীরা জানান, এই প্রাণীগুলিকে দেখে গ্রামবাসীরা প্রথমে শেয়াল ভেবেছিলেন। অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে এই প্রাণীর। পুরানো গাছ, বন জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যাও কমে যাচ্ছে। এরা সর্বভুক প্রাণী। ভারতের প্রায় সব রাজ্যেই এদের দেখা মেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন