প্রচারে বনমন্ত্রী
রবিবার সকালে হাবরা পুরসভা এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নামলেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সকালে হুডখোলা গাড়িতে হাবরা পুরসভার ৩, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে র্যালি করেন মন্ত্রী। সাধারণ মানুষের থেকে ভালো সাড়া মেলায় আপ্লুত মন্ত্রী। তিনি বলেন, পুরসভা নির্বাচনে হাবরা পুরসভায় জয় সুনিশ্চিত। সাধারণ মানুষ তৃণমূল প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করবেন। গোবরডাঙার প্রাক্তন পুরপ্রধান সুভাষ দত্ত নির্দল প্রার্থী হিসেবে শেষপর্যন্ত সরে দাঁড়ানোয় খুশি মন্ত্রী।
বর্ণাঢ্য প্রচার
বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো। এদিন বিকেলে আয়রণগেট ক্লাবের মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। গোটা ওয়ার্ড ঘুড়ে ফের ক্লাব ময়দানেই শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় আদিবাসী নৃত্যের পাশাপাশি মতুয়ারা তাঁদের নিজস্ব বাজনা নিয়ে উপস্থিত ছিলেন। এদিনের মিছিল শেষে ঋতুপর্ণা আঢ্য জানান, 'মানুষের উচ্ছাস দেখে নিশ্চিত যে আমি জিতবো।' আগামীদিনেও তিনি কংগ্রেসের হয়েই পথ চলবেন বলে জানালেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন