চাকরির দাবিতে
চাকরির দাবিতে অভিনব আন্দোলন চাকরি প্রার্থীদের। মৃতদেহ সাজিয়ে বাড়ির ছোট ছোট শিশুদেরকে সঙ্গে নিয়ে বুধবার বারাসতে বিক্ষোভ দেখালেন ২০১৪ সালে প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত যোগ্য প্রার্থীদের নিযোগ দেওয়া হচ্ছে না। বেকারত্বের জ্বালায় তাঁদের সংসার চলছে না। এবাবে অপেক্ষা করতে করতে তাঁরা ক্লান্ত। তাঁরা এবং তাঁদের পরিবার লক্ষীর ভান্ডার চান না, তাঁরা যোগ্যতা অনুযায়ী কাজ চান। আর তা না হলে, তাঁদের যেন স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়।
থ্যালাসিমিয়া পরীক্ষা
থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গড়তে বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর গার্লস স্কুলে থ্যালাসিমিয়া পরীক্ষা শিবির বসলো। পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ থেকে থ্যালাসিমিয়া বিভাগের ৬ সদস্যের একটি দল এই শিবিরে উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা মৌটুসী চঁন্দ জানান, থ্যালাসিমিয়া এমন একটি জিনঘটিত রোগ, যে রোগে রোগীদের বেশীদিন বাঁচানো সম্ভব হয় না। রোগীরা যতদিন বাঁচেন, তাঁদেরকে ততদিন বাইরে থেকে রক্তের জোগান দিতে হয়। থ্যালাসিমিয়ামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এদিনের শিবিরের আয়োজন করা হয়। আর একটি শিশুও যেন থ্যালাসিমিয়া আক্রান্ত হয়ে জন্মগ্রহন না করে, সেটাই মূল উদ্দেশ্য। তাই এই রোগকে নির্মূল করতে বিয়ের আগেই থ্যালাসিমিয়া রোগের পরীক্ষা করানো প্রয়োজন। এদিন একাদশ এবং দ্বাদশ শ্রেনীর ১৫০ জন ছাত্রীর থ্যালাসিমিয়া পরীক্ষা করানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন