ভোট প্রচারে
দলীয় প্রার্থীদের হয়ে শুক্রবার মধ্যমগ্রামে প্রচার করলেম বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি মধ্যমগ্রাম আরতি সিনেমা হল সংলগ্ন এলাকায় প্রথমে আসেন। সেখানে মধ্যমগ্রাম পুরসভার ১৬, ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন এবং বিজেপি প্রার্থী জয়ী করানোর আহ্বান জানান। উল্লেখ্য, মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইন্দিরা সাহা দেবনাথ, ১৮ নম্বর ওয়ার্ডে কৌশিক দে এবং ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছেন দেবাশীষ চৌধুরী।
বোমা উদ্ধার
পুরসভা নির্বাচনের মুখে উত্তর ২৪ পরগনার জগদ্দলের সার্কাস জুটমিল এলাকায় পরিত্যক্ত শৌচালয়ের পেছন থেকে ৬ টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করলো পুলিশ। শুক্রবার স্থানীয়রা প্ল্যাস্টিকের ব্যাগের মধ্যে বোমাগুলো দেখতে পান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। ২৭ ফেব্রুয়ারি রাজ্যে পুরসভা নির্বাচন। ভোটের কয়েকদিন আগে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। কারা, কি কারনে ওই পরিত্যক্ত শৌচালয়ের পেছনে বোমাগুলো মজুত করে রেখেছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন