তৃণমূলে যোগ
পুরসভা নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা, কর্মীরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত কল্যানগড় এলাকার প্রায় ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন বলে জানিয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ন গোস্বামী। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলী ঘোষদস্তিদার। বিধায়ক এবং সাংসদ যৌথভাবে দলীয় পতাকা তুলে দেন দলে যোগদানকারীদের হাতে।
প্রচারে মন্ত্রী
পুরসভা নির্বাচনের প্রচারে উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভা এলাকায় প্রচারে এলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বারাসত পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পম্পি মুখার্জির সমর্থনে প্রচারে আসেন পার্থ চট্টোপাধ্যায়। ওই ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় হুডখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে প্রচার করেন পার্থবাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন