কচ্ছপ উদ্ধার
ফের বন দপ্তরের হানায় ধরা পরলো কচ্ছপ। বৃহস্পতিবার সকালে বনগাঁর ট বাজার এলাকার মাছ বাজার প্রায় ১৪০ টি কচ্ছপ উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। গোপন সূত্রে বন দপ্তরের কাছে খবর যায় যে, ট বাজারে নিয়মিত কচ্ছপ বিক্রি হচ্ছে। এই খবরের ভিত্তিতে এদিন সকাল ৯ টা নাগাদ বন দপ্তরের কর্মীরা বনগাঁর টবাজারে মাছ হানা দিয়ে এই কচ্ছপগুলি উদ্ধার করে। জানা যায় মূলত, উত্তরপ্রদেশ থেকে চোরা পথে বিক্রির উদ্দেশে এই কচ্ছপগুলি আনা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন কে আটক করেছেন বন দপ্তরের আধিকারিকেরা।
প্রতিবাদ বিক্ষোভ
পতাকা লাগাতে গিয়ে এক বিজেপি প্রার্থী আক্রান্ত হবার ঘটনা ঘটলো বনগাঁয়। এর প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেতা, কর্মীরা। বুধবার রাতে বনগাঁ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপ্তেন্দুবিকাশ বৈরাগী শক্তিগড় এলাকায় দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, তখন তাঁর উপর কয়েকজন চড়াও হয়। তাঁকে মারধোর করা হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সহ বিজেপির অন্যান্য নেতা, কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন