জানা গেছে, বনগাঁ পুরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্বেষা সাহা। তাঁর সমর্থনে প্রচার গাড়ি বের করা হয়েছে । সেই প্রচার গাড়ির ফ্লেক্সে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং ভারতের তিন বাহিনীর সেনাপ্রধান প্রয়াত বিপিন রাওয়াতের ছবি ব্যবহার করা হয়েছে।
এব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরাণী সরকার জানান, 'রাজনৈতিক দলের প্রচার ফ্লেক্সে এইভাবে দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ছবি ব্যবহার করা যায় না। আমরা খোঁজ নিয়ে দেখছি। দলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'
একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারের ফ্লেক্সে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতর ছবি ব্যবহার করা যায় কিনা, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী অন্বেষা সাহা আত্মপক্ষ সমর্থন করে জানান, 'এপিজে আব্দুল কালাম দেশের নেতা ছিলেন। সেই কারণেই আমি তার ছবি ব্যবহার করেছি। বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক ভালো কাজ করেছেন। আমি তাদেরকে সম্মান করি বলেই তাঁদের ছবি ব্যবহার করেছি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন