Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

BJP : শক্তি একত্রিত করে পাল্টা প্রতিরোধের ডাক বিজেপির রাজ্য সভাপতির

 

BJP-state-president-calls-for-counter-resistance

সমকালীন প্রতিবেদন : ‌রাজ্য জুড়ে কি হচ্ছে, তা মানুষ সব দেখছেন। ভয়মুক্ত পরিবেশ পেলে মানুষ বিজেপিকে ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবে। সোমবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন অশোকনগর পুরসভার বিজেপি প্রার্থীদের সঙ্গে পরিচিত হন তিনি। 


এদিন অশোকনগরে হামলায় ক্ষতিগ্রস্থ দলীয় কার্যালয় ঘুরে দেখেন তিনি। কার্যালয় মেরামত করতে যে অর্থ লাগবে, সেই অর্থ দলের রাজ্য দপ্তরের পক্ষ থেকে বহন করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের তিনি বলেন, প্রতিরোধ গড়ে তুলুন। তারজন্য যদি মামলায় জড়াতে হয় দল জামিনের ব্যবস্থা করবে।


এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যে যেভাবে আমাদের দলের কর্মীদের উপর অমানবিক হামলা হয়েছে, তাতে জীবন জীবিকার স্বার্থে অনেকেই ভয়ে বসে যেতে বাধ্য হয়েছেন। সেইসব কর্মীদের একত্রিত করে, তাঁদেরকে নতুন করে উজ্জীবিত করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে।'‌ 


এদিন অশোকনগর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। ওয়ার্ডের প্রার্থীদের সঙ্গে পরিচিতও হন। বিধাননগর পুর নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, '‌বয়সের বাছবিচার না করে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। যার কারণে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো মানুষের ভোটও দিয়ে দেওয়া হয়েছে। বিধাননগরে ৫০ শতাংশের বেশি ভোট পরার কথা নয়। ছাপ্পার কারণে এতো ভোট পরেছে।'‌ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন