Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ভবঘুরে, পথশিশু এবং অসহায় বয়স্কদের সহযোগিতা

 ‌

Assistance-to-vagabonds-street-children-and-helpless-adults

সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রয়াত দিলীপ কুমার রা‌য়ের স্মরণে ভবঘুরে, পথশিশু এবং অসহায় বয়স্কদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁর পরিবার। হৃদয়পুর নবসোপান প্রাঙ্গণে এই কর্মসূচির ব্যবস্থা করা হয়।

প্রয়াত দিলীপ কুমার রায়ের ছেলে সৌমিত্র রায় ও মেয়ে রুমা দাশগুপ্ত জানান,  এদিন শতাধিক বয়স্ক এবং ভবঘুরেদেরকে দুপুরে বসিয়ে খাওয়ানোর পাশাপাশি পথশিশুদের দুধ, বিস্কুট খাওয়ানোরও ব্যবস্থা করেন তাঁরা। পাশাপাশি প্রত্যেকের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। 

এদিনের এই কর্মসূচিতে  প্রয়াত দিলীপকুমার রায়ের স্ত্রী ঝর্ণা রায় এবং ভাই মিহিরকুমার রায় এবং তাঁদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়, সৌভিক ঘোষ, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন