শম্পা গুপ্ত : সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি। বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে স্থানীয় নানা লোক সংস্কৃতির বিষয়। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের পতিডি গ্রামের বরাবাজার রোডের মা চন্ডী সার্বজনীন সরস্বতী পুজা কমিটি।
শনিবার বিদ্যাদেবীর আরাধনায় গোটা রাজ্যের সঙ্গে মাতলেন পুরুলিয়ার মানুষও। জেলার মা চন্ডী সার্বজনীন গত ২০ বছর ধরে সরস্বতী পুজোর আয়োজন করে আসছে। আর প্রতি বছরই তাদের প্যান্ডেলে থিমের আয়োজন করা হয়। এবছর তারা পুরুলিয়া জেলার নানান লোকসংস্কৃতির বিষয়গুলো তুলে ধরেছেন।
মন্ডপের মাঝে রয়েছে দেবী সরস্বতী। আর তার দুই পাশে জেলার টুসু, ছৌ, ঝুমুর, বাঁধনা, পাতা নাচ, নাটুয়া সহ নানান সাংস্কৃতিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পুজো কমিটির সম্পাদক সুজন পতি জানান, ২০ বছর পুজোর আয়োজন হলেও শেষ ৬ বছর ধরে জাঁকজমকভাবে বাগদেবীর আরাধনা হচ্ছে। পুজো উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পুজো দেখতে এদিন ভিড় জমান অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন