সামাজিক উদ্যোগ
করোনা পরিস্থিতির মাথায় রেখে ২০ শয্যার সেফ হোম চালু হলো। একই সঙ্গে অক্সিজেন পার্লার, অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হল। উদ্যোক্তা বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েত। শনিবার এই পরিষেবার সূচনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন মন্ডল, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ব্যারাকপুর ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্কুর আলী প্রমূখ। এই উদ্যোগের প্রশংসা করেন সৌগত রায়। উদ্বোধক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সজল দাসের উদ্যোগে যে কর্মকাণ্ড শুরু হয়েছে, তা এই অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষের উপকারে আসবে।
ফ্লেক্স কালিমালিপ্ত
ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জীর ছবি সহ লেখা ফ্লেক্স কালিমালিপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। কে বা কারা দলীয় নেতৃত্বের ছবি দেওয়া ফ্লেক্সটি ব্লেড দিয়ে কেটে দিয়েছে, তা জানার চেষ্টা করছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় গোলমাল সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগর থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন