বন্ধ বহির্বিভাগ
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের প্রায় ২০ জন করোনা আক্রান্ত। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সার্জিকাল বিভাগের ২ জন রয়েছেন। যারা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সার্জিক্যাল বিভাগের মোট ৩ জন চিকিৎসকের মধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে পরায় সমস্যায় পরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের সার্জিকালের বহির্বিভাগ বন্ধ রাখা হল। এর ফলে অনেক রোগী সেখানে এসে ফিরে যেতে বাধ্য হন। বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো এই প্রসঙ্গে জানান, 'সার্জিক্যাল বিভাগের ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় আপাতত বহির্বিভাগ বন্ধ রাখতে হয়েছে। তবে সার্জিক্যাল ওয়ার্ড খোলা রাখা হয়েছে৷ জরুরী রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে।'
অভিনব উদ্যোগ
পথে হেঁটে বেড়াচ্ছে করোনাসুর, মাস্কবিহীন মানুষ দেখলেই জড়িয়ে ধরছে ডাকা হচ্ছে যমদূতকে। অবশেষে পুরপ্রশাসকের মধ্যস্থতায় মাস্ক পরার অঙ্গীকার করলে মুক্তি দেওয়া হয় তাদের। করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার। করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে এভাবেই সাজানো হয়েছে জীবন্ত মডেল। এদিনের এই অভিনব সচেতনতা পদযাত্রায় ছিলেন রঘুনাথপুর পুরসভার প্রসাশক তরণী বাউরি, প্রশাসক মন্ডলীর সদস্য সহ অন্যান্য প্রতিনিধিরা। তাঁদের প্রত্যেকের হাতেই ছিল মাস্ক। ধরপাকড়ের পর মাস্কহীন মানুষদের মাস্ক পরিয়ে হাতজোড় করে মাস্ক পরার অনুরোধ করা হয়। মঙ্গলবার নতুন বাসস্ট্যাণ্ড থেকে শুরু করে হাটতলা বাজার, রঘুনাথপুর থানা হয়ে পুরসভার মূল গেটে এসে শেষ হয় এই পদযাত্রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন