সতর্ক বার্তা
করোনার বিধিনিষেধকে অমান্য করার অভিযোগে ধরপাকর শুরু করল জেলা প্রশাসন। সোমবার বারাসতের চাঁপাডালিতে জেলা পুলিশ আধিকারিকরা এব্যাপারে বিশেষ অভিযান চালান। বারাসত জেলা পুলিশ আধিকারিকরা বারাসত চাঁপাডালি মোড়ে নেমে মানুষকে কড়া হুশিয়ারি দিলেন কোভিড বিধিনিষেধ মানার জন্য। রবিবার কোভিড বিধি অমান্যকারী ৪৯ জনকে আটক করা হয়। আজও সেই অভিযান অব্যাহত ছিল। চাঁপাডালিতে এদিনের অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর এবং বারাসত থানার ভারপ্রাপ্ত আইসি দীপঙ্কর ভট্টাচার্য। মাক্স ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করলেই পুলিশ প্রশাসন আটক করতে বাধ্য হবে এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে বলে সতর্কবার্তা দিতেই জেলা পুলিশের এই অভিযান।
সচেতন করতে
করোনা নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার, সেই নির্দেশিকা ৩ জানুয়ারি থেকে শুরু করে বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এদিন বারাসত পুলিশ জেলার গোবরডাঙা থানার মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এলাকার সমস্তরকম দোকান, বাজার, রাস্তায় জনসচেতনতা মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পথচলতি যে সমস্ত নাগরিক মাস্কবিহীন অবস্থায় বেরিয়েছিলেন, তাঁদেরকে আইন অনুযায়ী আটক ও জরিমানা করা হয়। প্রায় ২০ জনের বেশি মানুষকে আটক করা হয়। তদন্ত কেন্দ্রের আধিকারিক অসীম পাল জানান, জনসচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া ধরপাকড় চলছে। এরপর যদি কেউ মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বের হন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার জনসাধারণকে নিজেদের স্বার্থেই সহযোগিতার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন